আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা
আজকে আমরা জানব বিভিন্ন আকস্মিক পীড়া, হঠাৎ দূর্ঘটনা যেমন স্ট্রোক করলে বা হার্ট অ্যাটাক করলে, পুড়ে গেলে, হাত-পা মচকে গেলে, কেটে গেলে, বিষক্রিয়ায়,চোখে কিছু পড়লে, হাড়ে আঘাত লাগলে, হঠাৎ অজ্ঞান হলে, পেটে ব্যাথা ইত্যাদির হোমিওপ্যাথিক চিকিৎসা সর্ম্পকে।