আজকে আমরা আলোচনা করব পারিবারিক হোমিওপ্যাথিক চিকিৎসা সর্ম্পকে, কিভাবে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে পারিবারিক ঝগড়া, স্বামীর স্ত্রীর মধ্যে অমিল বা দাম্পত্য কলহ (স্বামী-স্ত্রীর ঝগড়া) ও অহেতুক মিথ্যা সন্দেহ দূর করা যায়। ডাঃ টাইরেল একদা আমাকে বলেন যে যখন কোন স্বামী এসে অভিযােগ করেন তার স্ত্রী অত্যন্ত বদরাগী ও খিটখিটে এবং কিছুতেই সে আমাকে সহ্য করতে পারেনা তার সঙ্গে ঘরবাস করতে পারছিনা। একমাত্রা ক্যামােমিলা (Chamomilla) তাকে দিই এবং সে সংসারে শান্তি ফিরে পায়, আমি অনেক সময় ইহা দেখেছি। ~ ডাঃ এড়ওয়ার্ সবাইকে সন্দেহ করার প্রবনতা, নিজের বা অন্যের উপর আস্থার অভাব, হিংসুটে ভাব, অযথা অভিশাপ দেওয়া, মিথ্যা কসম খাওয়া, স্মরণশক্তি হ্রাস পায়, হাঁটার সময় মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, এখনই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এমন ভয়, কেউ যেনো তাকে আদেশ করছে (অশরীরি / ভূত - প্রেত) এবং অন্যজন তাকে নিষেধ করছে ইত্যাদি লক্ষণে এনাকার্ডিয়াম (Anacardium orientale) যাদুর ন্যায় কাজ করে - এনাকার্ডিয়াম (Anacardium orientale) পারিবারিক ঝগড়া করার ঝোক বন্ধ করতে থুজা ২০০ অব্যর্থ। প্রতি সপ্তাহে একমাত্রা করে দিতে হবে যদ্দিন না এই প্রবণতা দূর হয়। ~ডাঃ চ্যাটার্জি আরো পড়ুনঃ প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা দাম্পত্য কলহে স্বামী-স্ত্রীকে বা স্ত্রী-স্বামীকে অনর্থক সন্দেহ করে স্ত্রীকে তালাক বা তাড়িয়ে দেয় বা স্ত্রী রাগ করে বাপের বাড়ী চলে যায় বা ভীষণ ঝগড়ায় প্রবৃত্ত হয়। সংসারে আগুন ধরে। কেউ কারাে কথা মানে না, বিশ্বাসও করে না, সবাই নিজেকে নির্দোষ মনে করে ও অন্যের উপর দোষ চাপায়, নিজের দোষ থাকা স্বত্তেও - ল্যাকেসিস (Lachesis) থুজা বা ল্যাকেসিসের মিথ্যা সন্দেহে যে কত বিবাহ বিচ্ছেদ ঘটছে হিপারের (Hepar Sulph) ধ্বংসকারী রােগের করাল গ্রাসে যে কত জীবন অকালে ঝরছে বা ঘর দুয়ার পুড়েছে বা ভেঙ্গেছে এসিড নাইটিকের (Nitric Acid) জেদে আজও যে কত হাজার হাজার মামলা চালু থেকে লক্ষ লক্ষ টাকার অপব্যয় হচ্ছে) (ফুরিক এসিডের উৎকট যৌন বাসনার খপ্পরে পড়ে কত মেয়ে যে হাইজাক হয়েছে ও সতীত্ব হারিয়েছে (হাইড্রোফেবিনাম সৃষ্ট ভয়ে যে কত পুরুষ কাপুরুষ বনেছে অরামের নিরাশায় মগ্ন হয়ে প্রেমে বঞ্চিত হয়ে কত লােক যে আত্মহত্যা করছ - থুজা (Thuja oc) নেট্রাম মিউওরের (Natrum Mur) প্রভাবে কতো সুখের সংসার দোযখে পরিনত হয়ছে।(প্রিয়তমা কে হারিয়ে,প্রেমে ব্যর্থ হয়ে,শোকতাপে) বিউফো রানার (BUFO RANA) কারনে কতো যুবক যে সোনার জীবন শেষ করে দিয়েছে। ফসফরাসের (Phosphorus) বিষের জন্য যে কতো সতীত্ব নষ্ট হয়ছে। প্লাটিনা (Platina),এপিস (Apis Mel),ট্যারেন্টুলা (Tarantula) অতি কামুকতা কতো নারীকে যে স্বামী হারা করছে। সিপিয়ার (Sepia) উদাসীনতার জন্য কতো আনন্দের সংসার নিরানন্দ মরুময় করছে। আরো পড়ুনঃ আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ রেফারেন্সঃ হোমিও রত্মমালা - ধনমোহাম্মদ সরকার হোমিওপ্যাথিতে শিশু চিকিৎসা - ডাঃ মোঃ আবদুল গণি