গুগল ও ফেইস বুক নামের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের তরুন যুবক সমাজ যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছ তার খবর রাখা আমাদের জন্য খুবই জরুরি বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে। তাই আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, নিচের লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন ও উপলব্দি করুন। তারা কি লাভবান হচ্ছে নাকি ক্ষতিগ্রস্থ হচ্ছে।
আমার বিসমিল্লাহ হোমিও কেয়ার নামে একটা অনলাইন চিকিৎসা প্রদান সর্ম্পকিত ওয়েবসাইট আছে। যার মাধ্যমে বিভিন্ন রোগের ব্যবস্থা পত্র/প্রেসক্রিপশন করে দেই। সেই সূত্র ধরে আমি ১৭-৩০ বছর বয়সী ২০ বিশ জন যুবকের সাথে তাদের শারীরিক ও মানসিক বিভিন্ন রোগ / সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন শারীরিক ও মানসিক বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বিভিন্ন রকম তথ্য প্রযুক্তির ব্যবহার করে তারা যৌন রোগে আক্রান্ত হয়েছে বলে স্বীকার করে। যার শতকরা হার হিসাবে ১০০%, এর একমাত্র কারন ফেইজবুক ও গুগল নামক তথ্য প্রযুক্তির ব্যবহার করে তারা এসব প্রযুক্তি ব্যবহার করে আমাদের তরুন/যুবক সমাজ নিচের সমস্যায় আক্রান্ত হচ্ছে।
সমস্যাগুলো হচ্ছেঃ
১। নৈতিক চরিত্রের চরম অবক্ষয়ঃ যা আমাদের জাতির জন্য চরম বিপদ সংকেত ।
২। বিভিন্ন রকম শারীরিক সমস্যাঃ
(ক) অতিরিক্ত রাত্রি জাগরন।
(খ)ঘুমের ব্যঘাত হয়।
(গ)খাবার দাবারের প্রতি অরুচি হয়।
(ঘ)পরিপাক/গ্যাষ্টিকের সমস্যা।
(ঙ)মেজাজ খিটখিটে হয়ে যায়।
(চ)স্মৃতি শক্তি ও ধৈর্য শক্তি দূর্বল হয়ে যায়।
৩। আর্থিক ক্ষতিঃ এর ফলে তারা অদুর ভবিষ্যতে চোখের বিভিন্ন রোগ ও মেরুদন্ডের ব্যাথায় আক্রান্ত হবে।
উপরের সমস্যাগুলো থেকে কিভাবে আমাদের তরুন সমাজ রক্ষা পাবে তার প্রেসক্রিপসন/ব্যবস্থাপত্রঃ
১। সঠিক ভাবে তওবা করিতে হবে। যার যার ধর্ম মতে পূর্ববর্তী ভুলের জন্য অনুশোচনা করতে হবে।
২। দিনে ১০০ বার আলহামদুলিল্লাহ পড়তে হবে । ভুল পথ থেকে আস্তে আস্তে সরে আসতে হবে।
৩। Syphylinaum CM এক মাত্রা (one dose), ৯০ দিন পর আর এক মাত্রা ঔষধ খেতে হবে।
৪। হস্তমৈথুনের বদ অভ্যাস দূর করার জন্য Cal Phos 200x ( one dose) কুসুম গরম পানি সহ খেতে হবে।
৫। হস্তমৈথুনের ফলে যারা যৌন রোগে আক্রান্ত হয়েছেন তারা Arnica Mont-200 রোজ একবার চলবে।
৬। Agnaust Cast Q ১০ ফুটা ঔষধ ১/২ কাপ পানি সহ রোজ ২ বার খাবার পর।
৭। স্মৃতি শক্তি দূর্বলঃ
i) Anacardium Ore - 200 দিনে ১ বার।
ii) Kali Phos-6x গরম পানিতে সেব্য, খাবার পর রোজ ২ বার।
৮। স্বপ্ন দোষ বন্ধের ঔষধ
1. Salex Niagra - Q, ১০ ফোটা ঔষধ ১/২ কাপ পানি সহ রোজ ২ বার খাবার পর।
2. Selinium 3x, ডাক্তারের পরামর্শ অনুযায়ী
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী
রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর
রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
Share this post
https://bismillahhomeocare.com/তথ্য-প্রযুক্তির-অপব্যাহারের-ফলে-সৃষ্ট-রোগ-ও-সমস্যার-চিকিৎসা-46