আজকে আমরা জানব দাঁতের ব্যথার / দাঁতের যন্ত্রনার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সম্পর্কে ।
দাঁত ব্যথার হোমিওপ্যাথিক ঔষধ
- Calendula Q, Belladonna Q, Kreosotum Q, Plantago Q , ১৫ ফোটা * ৪ = ৬০ ফোটা এক পোয়া কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে দুইবার করে কুলকুচি করলে দাঁত ব্যাথা দ্রুত ও স্থায়ী উপশম হবে।
- দাঁতের ও কানের ব্যাথায় প্লান্টাগো - Plantago 6/30
- দাঁতের তীব্র যন্ত্রণায় ক্যামোমিলা - Chamomilla 6/30
- পোকায় ধরা দাঁতের গর্তে খাবার আটকালে বা ঠান্ডা পানি দাতে লাগলে যন্ত্রনা বাড়ে। সেই জন্য রোগী হা করে গলার ভিতর পানি ঢেলে পান করে। জিহ্বায় সাদা প্রলেপ যুক্ত রোগীর জন্য এন্টিম ক্রুড অধিক উপকারি। - Antim Crud 200
- আক্কেল দাঁত (Wisdom teeth) ওঠবার সময় যন্ত্রণা হলে- মার্ক সল 200 (Merc Sol), ক্যাল্কে কার্ব 200(Calcarea Carb) , ম্যাগ কার্ব 200 (Mag Carb), সাইলেসিয়া 200 (Silicea)
- দাঁত ব্যাথায় গরম খাবার মুখে দিলে বাড়ে। ঠান্ডা পানিতে উপশম। নেট্রাম সালফ - Natrum Sulph
- দাঁতে দাঁত লেগে যন্ত্রণা হলে- মেজেরিনাম (Mezereum), সিপিয়া (Sepia)
- দাঁতের অপুষ্টি, দাঁতের অসহ্য যন্ত্রনা / ব্যথা ও দাঁতের পোকা ধরায় হেকলা লাভা (Hekla lava) চমৎকার কাজ করে।
- পালসেটিলা (Pulsatilla) শিশু ও রমণী দাঁতের সমস্যা বেশ উপকারী। দাঁত ব্যাথা গরমে বৃদ্ধি ও ঠান্ডায় উপশম হয়। রাত্রে ও বিকালে বৃদ্ধি পায় ও খোলা বাতাসে উপশম হয়।
- দাতের মাড়িতে ক্ষত, ফোড় নালী - ঘা, পোকা লেগে ক্ষয়, দাতের গোড়ায় ক্ষত, মাড়ী ফোলা, শূল বিধার মত ব্যাথা, পোকায়ধরা দাঁত, দাঁত আস্তে আস্তে ভেঙ্গে যায়,দাঁত তোলার পর যন্ত্রনার উপসর্গে দাঁতের নালীর ঘায়ে হেকলে লাভা অব্যার্থ - Hekla Lava,
- দাঁত মাজার সহিত কোন বস্তু দাঁতে লাগলেই যখন দাঁতে যন্ত্রনা বৃদ্ধি পায় কিন্তু দাতে শিথিলতা বশত নড়ে যাওয়া দাঁতে ব্যাথা, দাঁতের মাড়ী ফোলা,অল্প নড়া দাঁতে ব্যাথা, মাড়ীতে ঘা, নড়া দাঁতে খাদ্য দ্রব্য লাগিলে ব্যথা বাড়ে। পায়োরিয়ায় ক্যালকেরিয়া ফ্লোরে আরোগ্য হয়। - Cal Flour -200
-
পায়োরিয়া রোগের শ্রেষ্ঠ ঔষধ। দাঁতের মাড়িতে ঘা, লাল হয়ে যায়.পুঁজ পড়ে, মুখ দিয়া পঁচা দুর্গন্ধ বের হয়। ঠান্ডা পানি মুখে নিলে আরাম লাগে ও গরমে যন্ত্রনা বৃদ্ধিতে এসিড ফ্লোর । - Acid Flour
-
যন্ত্রণা মাথার দিকে উঠে যাচ্ছে, গরম পানিতে উপশম - Arsenic Alb (আর্সেনিক)।
- দাঁত কালো, দাঁতের মাড়ি ফুলা - Staphysagria (স্ট্যাফিসেগ্রিয়া)।
- দাঁতের গোড়াথেকে যন্ত্রণা চোখের দিকে চলে যাচ্ছে - Spigelia (স্পাইজেলিয়া)।
- মুখে ঠান্ডা পানি দিলে যন্ত্রণার সাময়িক উপশম, কিন্তু পানি গরম হলেই আবার যন্ত্রণা শুরু, Coffea cruda (কফিয়াক্রডা)
- দাঁতের উপরের দিক থেকে ক্ষয় হলে । - Merc Sol (মার্ক সল)
- দাঁতের গোড়ার দিক থেকে ক্ষয় হলে । - Thuja (থুজা)
দাঁত ব্যথার বায়োকেমিক চিকিৎসা
ম্যাগনেশিয়া ফস (Mag. Phos) - সকলপ্রকার দাঁত ব্যাথা, গরম পানিতে উপশম এরূপ লক্ষনে ম্যাগনেশিয়া ফস (Mag. Phos) অব্যার্থ।
দাঁত মাজার সাথে কোন বস্তু দাঁতে লাগলেই যখন দাঁতে যন্ত্রনা বৃদ্ধি পায় কিন্তু দাঁতে শিথিলতা বশত নড়ে যাওয়া দাঁতে ব্যাথা, দাঁতের মাড়ী ফোলা,অল্প নড়া দাঁতে ব্যাথা, মাড়ীতে ঘা, নড়া দাঁতে খাদ্য দ্রব্য লাগিলে ব্যথা বাড়ে। পায়োরিয়ায় ক্যালকেরিয়া ফ্লোরে (Cal Flour) আরোগ্য হয়। - Cal Flour (ক্যালকেরিয়া ফ্লোর) -200।
ক্যালকেরিয়া ফস (Calcarea phos)- রক্তশুন্য দুর্বল রোগীদের কনকনে দাঁত ব্যাথা, ঠান্ডায় ব্যাথা বৃদ্ধি, রাতে বৃদ্ধিতে ক্যালকেরিয়া ফস উপকারি। শিশুদের দুধ দাঁত পড়ে উঠতে দেরি হলে ক্যালকেরিয়া ফস সেবনে দাঁত উঠে।
নেট্রাম সালফ (Natrum Sulph) - গরম খাবারে দাঁত ব্যাথা বৃদ্ধি ও ঠান্ডা পানিতে উপশম।
আমেরিকার একজন বিখ্যাত দন্ত চিকিৎসক বলেন Cal Phos-200 বেশ কিছু দিন খেলে ভবিষ্যতে দাত নষ্ট বা দাতের কোন পীড়া হওয়ার সম্ভাবনা থাকে না।
~সূ্ত্রঃ এন.সি.ঘোষ – মেটেরিয়া মেডিকা, পৃষ্টা: 192
- Calc Fluor - 12x বায়োকেমিক
- খাটি সরিষার তেল + লবন + হলুদ দিয়ে দিনে ২ বার দাঁত মাজবেন, দাঁত ভালো থাকবে
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী
রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর
রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
Share this post
https://bismillahhomeocare.com/দাঁত-ব্যথার-হোমিওপ্যাথিক-চিকিৎসা-ও-ঔষধ-19