আজকে আমরা ছাত্র-ছাত্রীদের পড়ালেখা/পাঠে মনোযোগ , স্মৃতি শক্তি বৃদ্ধির হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ নিয়ে আলোচনা করব।
যেখানে খেলাধূলা, সিনেমা, টি. ভি. ইত্যাদি সকল বস্তুতে মন দেয়, পছন্দ করে; কিন্তু পাঠের সময় মন-সংযোগ করতে পারে না, এরকম কয়েক ক্ষেত্রে কোনিয়াম ১এম (Conium 1M) তিন মাত্রা প্রয়ােগে মন সংযােগের প্রয়ােজনীয় পরিবর্তন আনে এবং পাঠে সঠিক আগ্রহ আনে।
~ডাঃ টি, পি. চ্যাটার্জি
ইথুজা (Aethusa Cynapium) ঔষধটি অমনোযোগী ছাত্র ছাত্রীদের জন্য সুধা সমতুল্য। যেসকল ছাত্র ছাত্রী চিন্তা বা অন্য কোন বিষয়ে মনোযোগের অসুবিধা তাদের জন্য ইথুজা (Aethusa Cynapium) ফলপ্রসু।
এনাকার্ডিয়াম ওরি (Anacardium Ori) হঠাৎ স্মৃতি শক্তি লােপ ছাত্র-ছাত্রীরা পড়া মনে রাখতে পারে না / স্মৃতি শক্তি হ্রাস এনাকার্ডিয়াম ওরি (Anacardium Ori) তাদের জন্য পরম বন্ধু।
স্মরন শক্তি লোপ পায়, ছাত্র-ছাত্রী ফেইল করে, রাতে ব্যাথা কিন্তু দিনে থাকেনা - সিফিলি (Syphilinum)
পাঠ্য বিষয়ে স্বরণশক্তি দুর্বলঃ ল্যাকেসিস, লাইকোপেডিয়াম, মেডােরিনাম, ওপি, ফসফরাস, নেট্রাম মিউর, এসিড-ফস্।
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী
রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর
রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
Share this post
https://bismillahhomeocare.com/ছাত্র-ছাত্রীদের-স্মৃতি-শক্তি-ও-মনোযোগ-বৃদ্ধির-হোমিওপ্যাথিক-চিকিৎসা-ও-ঔষধ-স্মরন-শক্তি-বৃদ্ধির-ঔষধ-40