আজকে আমরা শরীরের বিভিন্ন অংশের আঁচিল দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আলোচনা করব।
আঁচিল দূর করার হোমিওপ্যাথিক ঔষধ
- ক্যালকেরিয়া কালসিনেটা 30 আঁচিল দূর করার মহে্ৗষধ।
- অনেক দিনের পুরাতন আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), সালফার (Sulphur),থুজা (Thuja Occidentalis)
- ব্যাথাযুক্ত আঁচিল - হিপার সালফ (Hepar Sulph)
- আঁচিলের ভেতর ভাতের মত , আঁচিল বিশেষ করে মুখে ও পেটে - এন্টিম ক্রুড (Antim Crud)
- নাকে আঁচিল - থুজা (Thuja Occidentalis), কষ্টিকাম (Causticum)
- হাতে আঁচিল - কষ্টিকাম (Causticum),নেট্রাম মিউর, নাইট্রিক এসিড (Nitric Acid),থুজা (Thuja Occidentalis)
- লিঙ্গে আঁচিল - থুজা (Thuja Occidentalis), নাইট্রিক এসিড (Nitric Acid)
- যােনির উপর আঁচিল - থুজা (Thuja Occidentalis)
- মলদ্বারের মধ্যে আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), থুজা (Thuja Occidentalis)
- ফুলকপির মত ভিজা আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), সাইলেসিয়া, থুজা (Thuja Occidentalis) 1000
- চোখের পাতায় আঁচিল - কষ্টিকাম (Causticum),নাইট্রিক এসিড (Nitric Acid),থুজা (Thuja Occidentalis)
- মুখে আঁচিল - ডালকামারা (Dulcamara),লাইকোপেডিয়াম (Lycopodium), নাইট্রিক এসিড (Nitric Acid),থুজা (Thuja Occidentalis)
- ঘাড়ে আঁচিল - থুজা (Thuja Occidentalis),কষ্টিকাম (Causticum),নাইট্রিক এসিড (Nitric Acid)
- শক্ত আঁচিল - কষ্টিকাম (Causticum), নাইট্রিক এসিড (Nitric Acid), এন্টিম ক্রুড (Antim Crud), সাইলেসিয়া, থুজা (Thuja Occidentalis) , কেলি মিউর (Kali Mur)।
- ছােট আঁচিল - কষ্টিকাম (Causticum), নাইট্রিক এসিড (Nitric Acid), থুজা (Thuja Occidentalis), ডালকামারা (Dulcamara)
- শৃংগের মত আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid), থুজা (Thuja Occidentalis), কষ্টিকাম (Causticum)
- বড় আঁচিল - নাইট্রিক এসিড (Nitric Acid),ডালকামারা (Dulcamara), থুজা (Thuja Occidentalis)
- শরীরে সাধারন আঁচিল - নেট্রাম সালফ (Natrum Sulph) , সিপিয়া (Sepia)
- আদ্র, চুলকানি, চ্যাপ্টা, বিস্তৃত - থুজা (Thuja Occidentalis)
উচ্চ শক্তি 1 এম থেকে শুরু করতে হবে, নিন্মশক্তি তেমন ফলদায়ক না।
থুজা (Thuja Occidentalis), নাইট্রিক এসিড (Nitric Acid), কষ্টিকাম (Causticum) যেকোন আঁচিলে এই তিনটি ঔষধ উচ্চশক্তি পর্যাক্রমে খেলে যেকোন আঁচিলই ভালো হয়। এক সপ্তাহ বা ১০ দিন বা ১৫ দিন পর পর।
বাহ্যিক প্রয়োগ
থুজা (Thuja Occidentalis Q) মাদার
লক্ষন অনুযায়ী আঁচিল দূর করার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ
- প্রসাবে জ্বালা, প্রায় প্রস্রাবের পীড়াতে ভােগে, মন ভঙ্গুর, সামান্যতে ভেঙ্গে পড়া, খারাপ স্বপ্ন দেখে, মেহ গ্রন্থ শরীরে আঁচিল গুলি ফুল কপির মত - থুজা (Thuja Occidentalis)। কার্যকারিতা ১০০%।
- শরীরের বিভিন্ন স্থানে আঁচিল, ফুল কপির মত, রস ঝড়ে, ভেজা ভেজা ভাব, সামান্য আঘাতে রক্ত বের হয়, উগ্র মেজাজ, তাতে খোঁচা মারা ব্যথা, ঠোটের কোণে ঘা - নাইট্রিক এসিড (Nitric Acid)। কার্যকারিতা ৯০%।
- শরীরের বিভিন্ন স্থানে থেবড়া থেবড়া ও রস জমে আঁচিল, অনেক সময় হাতে গায়ে বড় বড় অসংখ্য দেখা যায়, কলমের নিবের মত সুচালাে, বড় চেপ্টা আঁচিল - কষ্টিকাম (Causticum) । কার্যকারিতা ৭৫%
- লিভারের দোষ, শরীরের ডান দিকে আঁচিল, দাড়ি বা গােফে খাড়া খাড়া আঁচিল, রোগী প্রায় পেটের ভােগে, গরম খাবার প্রিয়। ভাজা পােড়া ও লবণাক্ত খাবার বেশি পছন্দ করে - লাইকোপেডিয়াম (Lycopodium) । কার্যকারিতা ৭৫%
- পদ্ম কাটার মত শরীরের ভাজে ভাজে ঘামাচির মত ক্ষুদ্র ক্ষুদ্র আঁচিল, পদ্ম কাটার মত সুচালাে ব্যথাহীন, কিন্তু চুলকানি যুক্ত। অম্ল খাওয়ার প্রবনতা বেশী। প্রায় পেটে পীড়ায় ভােগে। মেজাজ উগ্র ঠান্ডা অসহ্য। - এন্টিম ক্রুড। কার্যকারিতা ৯৫%
প্রিয় পাঠকগণ আঁচিল চিকিৎসা অতি উচ্চ শক্তি ঔষধ সেবন করিতে দিবেন এবং ঐ ঔষধটির Q আঁচিলে লাগাতে দিবেন অতি দ্রুত গতিতে কাজ করিবে। - হোমিও ঔষধই অপারেশন - অধ্যক্ষ ডাঃ মোঃ সেরাজুল হক
আঁচিলের বায়োকেমিক ঔষধ
শক্ত ও কালো আঁচিল - সাইলেসিয়া (Silicea)
শক্ত আঁচিল - কেলি মিউর (Kali Mur)
শক্ত ও লাল আঁচিল - ক্যালকেরিয়া ফ্লোর (Calcarea Fluoricum)
আঁচিলের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আরো জানতে রেফারেন্স বইসমূহঃ
- হোমিওপ্যাথিক রত্ন - অধ্যক্ষ ডাঃ মোঃ সেরাজুল হক
- হোমিও ঔষধই অপারেশন - অধ্যক্ষ ডাঃ মোঃ সেরাজুল হক
- বোরিক্স মেটেরিয়া মেডিকা এন্ড রেপার্টরী। - ডাঃ উইলিয়াম বোরিক্স। অনুবাদ - ডাঃ কে. সি. ভঞ্জ, বি.এ
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী
রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর
রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
Share this post
https://bismillahhomeocare.com/আঁচিলের-হোমিওপ্যাথিক-চিকিৎসা-ও-ঔষধ-29