Monday, 07 Oct 2024 | English

জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধের হোমিওপ্যাথিক ঔষধ

জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধের হোমিওপ্যাথিক ঔষধ

আজকে আমরা আলোচনা করব জন্মনিয়ন্ত্রণ বা গর্ভনিরোধের হোমিওপ্যাথিক ঔষধ।

Dr. P.S. Rawat via "Selecated your Dose and Potency"
গ্রন্থের ৪৩২ পৃঃ ১৪ নন্বর প্যারায় জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে উল্লেখ করেন- "Three doses of Natrum Mur 200x taken by woman on the 1st, 2nd & third day after the Cessation at the monthly course produces Such reaction that Fertilisation during the month becomes unlikely. These doses must be repeated after every menses till Conception is not dosired. This is a very reliable. Cheap and Convenientg method for Contraception Its exception of success is 99%, the remaining 1% also reaches to this under suitable dose (5 to 10 gr) indicated by symptons and constitution."

নারীদের মাসিক রক্ত স্রাব বন্ধ হওয়ার পর (৬ষ্ঠ দিবসান্তে ব্যাথার যত দিন স্রাব হয় তার পর হতে) Natrum Mur 200x প্রত্যহ একমাত্রা আট গ্রেন, ক্রমান্বয়ে তিন দিন সকালে খালি পেটে সেবন করলে সে মাসের জন্য নিশ্চিন্তে ও অতি অল্প ব্যয়ে জন্ম নিরােধ করা সম্ভব। প্রতি মাসে ঋতু স্রাব বন্ধের পর (যার যত দিন মাসিক স্রাব হয় তারপর দিন হতে) এরূপে উক্ত ট্যাবলেট সেবন করলে ভবিষ্যতে যত মাস ইচ্ছা জন্ম নিরােধ করা সম্ভব। ডাঃ বি, আর, চুগা এবং ডাঃ এম, সি, বড়ুয়া এর মতে উক্ত ঔষধ প্রতিমাসে ব্যবহার করলে স্বাস্থ্যের কোন ক্ষতি বা বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

সূত্রঃ অর্গানন অব বায়োকেমিক এন্ড স্ট্যান্ডার্ড বায়োকেমিক মেটেরিয়া মিডিকা - ডাঃ মাওঃ মোঃ নাজমুল হাসান চৌধুরী, page - 75

নেট্রাম-মিউর (Natrum Mur): নেট্রাম-মিউর (Natrum Mur) ৩x তিনটি ট্যাবলেট মাসিক বন্ধের দিন হইতে আগামী মাসিক না হওয়া পর্যন্ত নিয়মিত সেবন করাইতে হবে।

 

ডাঃ পরেশচন্দ্র পালের অভিজ্ঞতার আলোকে (বইঃ ধন্বন্তরি)

নেট্রাম-মিউর (Natrum Mur): মাসিক বন্ধ হবার পর দশদিন পর্যন্ত রাত্রে নেট্রাম-মিউর (Natrum Mur): ২০০/২০০x একমাত্রা প্রয়ােগ করে সুফল পেতে পারেন।

এসাফিটিডা (Asafoetida): মাসিক বন্ধের পর দশদিন পর্যন্ত সকালে স্নানের পর এসাফিটিডা (Asafoetida) Q পাঁচ ফোঁটা করে প্রয়ােগ করেও সুফল পেতে পারেন।

কোলােষ্ট্রাম (Colostrum): মাসিক বন্ধের পরদিন থেকে পুনরায় মাসিক আরম্ভের পূর্ব পর্যন্ত প্রত্যহ রাত্রে কোলােষ্ট্রাম (Colostrum) ২০০ একমাত্রা করে প্রয়ােগ করলেও সুফল পেতে পারেন।

বাহ্যপ্রয়ােগ- সাধারণ লবণ তেল বা গ্লিসারণের সাথে মিশিয়ে জরায়ুর অভ্যন্তরে কিছুটা প্রবেশ করিয়ে দিয়ে সঙ্গম করা চলে। মধু দ্বারাও ঐভাবে কাজ চালান যায়।

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments