Friday, 20 Sep 2024 | English

বহুমূত্র বা ডায়াবেটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

বহুমূত্র বা ডায়াবেটিসের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

আজকে আমরা বহুমূত্র বা ডায়াবেটিসের, ডায়াবেটিস কমানোর ও নিয়ন্ত্রনের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আলোচনা করব। জানব কিভাবে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে ডায়াবেটিস (বহুমূত্র) রোগ, সুগারের, প্রস্রাবে শর্করা , প্রস্রাবের সমস্যা, গর্ভাবস্থায় ডায়াবেটিস ও রোগীর পায়ের ঘা বা ক্ষতের চিকিৎসা করা যায় ও ডায়াবেটিসের বায়োকেমিক চিকিৎসা, ঔষধ ও লক্ষন সর্ম্পকে।


 

ডায়াবেটিস বা বহুমূত্র রোগীর ক্ষত, ঘা, পায়ের ক্ষত সারানোর হোমিওপ্যাথিক ঔষধ

 

  • রক্তে চিনির ভাগ বেশী থাকায় (ডায়াবেটিস / বহুমূত্র / সুগার - Blood Sugar) যে রােগীর ক্ষত আরােগ্য হতে চায়না, সে রােগীর ক্ষত ক্যালকে-সালফে (Calc Sulph) অবশ্যই আরােগ্য লাভ করে।

~ ডাঃ মরী

প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে শর্করা, গর্ভবস্থায় ডায়াবেটিস বা বহুমূত্রের হোমিওপ্যাথিক চিকিৎসা

  • প্রস্রাবে শর্করার পরিমাণ বেশি, দুর্বল ,প্রবল পিপাসা, শীর্ণতা, বারবার প্রস্রাবের বেগ , ডায়াবেটিসের কারণে শরীরে ঘা/ ক্ষত – Syzygium jambo Q । প্রত্যেক দিন তিনবার ১৫-২০ ফোঁটা।
  • সিজিজিয়াম-  Q (Syzygium jambo Q) এর সঙ্গে ইউরেনিয়াম নাইট (Uranium Nitricum) ৩x একত্রে মিশিয়ে বা পৃথকভাবে সেবনে সুন্দর ফল দেয়।

~ ডাঃ প্রসাদ বন্দ্যোপাধ্যায়

  • নেট্রাম মিউর (Natrum Mur) ৬x ১টি  ট্যাবলেট দিনে ৪ বার ভাল ফল দেয়।

~ ডাঃ প্রসাদ বন্দ্যোপাধ্যায়

  • Blood Sugar বা বহুমুত্রের সাথে যদি চর্মরােগ (যথা-চুলকানি, ঘা, কার্বাঙ্কল) থাকে তবে ইনসুলিন (Insulin) ৬x, বা ১২,৩০ অব্যর্থ। দিনে ৪ বার।
  • চিরতা (Chirata Gentiana) Q ভাল।
  • ক্রিয়োজোট (Kreosote): বহুমূত্র বা ডায়াবেটিস রোগে দূর্গন্ধযুক্ত প্রস্রাব, কেবলমাত্র শায়িত অবস্থায় প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবের বেগ হবার সঙ্গে সঙ্গেই প্রস্রাবের জন্য ছুটিতে হয় তা না হলে কাপড় নষ্ট হয়ে বায়।
  • মােটা সােটা অলস ব্যক্তির বহুমূত্র রোগে (ডায়াবেটিস) ক্যাপসিকাম (Capsicum)

~ ডাঃ নিজ্ভোরকার

  • বহুমুত্র (ডায়াবেটিস) রােগে ফসফরাস (Phosphorus) একটি উত্তম ওষুধ; এবং গ্লিসারিন (Glycerin) ২০০ অনধিক মাত্রায় ব্যবহার করলে আশ্চর্য্য ফল দেখায়।

~ ডাঃ ফরতিয়েঁ বাণুভি

  • ডায়াবেটিস বা বহুমূত্র রােগে কলোসিন্থ(Colocynthis) 'স্পেসিফিক' তুল্য।

~  ডাঃ বাের্নিং হােসেন

  • থুজা অক্সিডেন্টালিস (Thuja Occidentalis): দিবাভাগে পুনঃ পুনঃ মূত্র ত্যাগের ইচ্ছা, শর্করাযুক্ত প্রস্রাব, শীতল খাদ্য বা শীতল গ্রহণের ইচ্ছা, যাদের প্রমেহ রােগের ইতিহাস আছে তাদের বহমুল রােগে থুজা অক্সিডেন্টালিস (Thuja Occidentalis) উপযােগী,।
  • অধিক পরিমানে প্রস্রাব  , বিছানায় প্রস্রাব করা, প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা,অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব – Rhus Aromatic Q
  • শর্করা যুক্ত প্রস্রাব, মুখ শুষ্ক, প্রস্রাব ঘোলা, শরীরে জ্বালা – Abroma augusta Q
  •  ফসফরিক এসিড (Phosphoric Acid): কিডনী প্রদেশে তীব্র বেদনা, দারুণ। পিপাসা, মুখে দুষ্ট ব্রণ, মূত্রে ফসফেট-সাদা দুধের মত, রাত্রে প্রচুর প্রস্রাব, গরম কাতর। 
  • প্রস্রাব শর্করাযুক্ত,দিন অপেক্ষা রাতে বেশি প্রস্রাব , গর্ভাবস্থায় ডায়াবেটিস – Uranium Nit 3x । (প্রস্রাব না কমা পর্যন্ত) ।
  • প্রস্রাবে অধিক শর্করা ও শরীর অত্যাধিক ঘামে  – Ammon Aceticum 200
  • Cephalandra indica Q – ৪/৫ ফোঁটা মাত্রায় দিনে ৩/৪ বার সেবনে বিশেষ উপকার পাওয়া যায়।
  • Gymnema Q – এটিও ব্লাড সুগার এর জন্যে খুব উপযোগী।
  • অত্যন্ত অধিক তৃষ্ণাসহ ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ – Mag Sulph 200

 

ডায়াবেটিস এর বায়োকেমিক লক্ষন ,চিকিৎসা ও ঔষধ

  • Kali phos (কেলি ফস) : স্নায়ূ বিধানের সমস্ত বিকৃতি ও অপচয় রােধ করে ক্লোমযন্ত্রাি কে পুনঃ সংস্কার করতে পারে। (ক্লোমগ্রন্থি Pancreas) স্নায়ুবিক দূর্বল্য নিদ্রাহীনতা, সায়েটিকা।
  • Calcarea phos (ক্যালকেরিয়া ফস) : জিহবাও মুখাভ্যন্তর শুস্ক। পুনঃ পুনঃ প্রস্রাব, ফোটা ফোটা মধুমেহ সহ ফুসফুস জনিত রােগ। মাংস ও লবন এর স্পহা, Kali Sulph (কেলি সালফ) সহ ব্যবহার।
  • Kali Mur (কেলি সালফ) : প্রস্রাব এবং শর্করার ভাগ অত্যাধিক। দুর্বলতা ও তন্দ্রার আগ অধিক। মধু মেহ জনিত চর্ম পীড়া সহ বহুমূত্র।


সূত্রঃ হোমিও রত্নমালা, ডা. ধনমোহাম্মদ সরকার , আরো ++

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
M
mkanwar
2021-09-28 19:56:55
good
Dr. Abdul Hannan Mia
Dr. Abdul Hannan Mia Creator Administration
2021-09-28 20:55:44
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।