Sunday, 26 Mar 2023 | English

শিশুর দুধ খাওয়াজনিত সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা

শিশুর দুধ খাওয়াজনিত সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা

আজকে আমরা আলোচনার করব শিশুদের দুধ খাওয়া জনিত সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ।

শিশুর দুধ খাওয়াজনিত সমস্যার হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

কৃত্রিম দুধ, কৌটার দুধ বা গুড়া দুধ খাওয়ানোর ফলে যেসকল বাচ্চারা কোষ্ঠবদ্ধতায় ভুগছে / কষ্ট পাচ্ছে সেসব বাচ্চাদের জন্য অ্যালুমিনা (Alumina) 30 পরীক্ষিত ঔষধ।, দয়া করে এটি পরীক্ষা করে দেখুন ও মন্তব্য করুন, যাতে আরো ভালো কিছু জানাতে পারি ও অন্যরাও যাতে উপকৃত হতে পারে । ~ডাঃ আব্দুল হান্নান মিয়া

শিশুর দুধ সহ্য হয় না, পেট কামড়ায় এবং সামান্য মাত্র দুধ পান করলেও ছানার ন্যায় জমাট বাঁধা দুর্গন্ধ বা অম্লগন্ধযুক্ত (নেট ফস-Natrum Phos) বমি করলে ক্যাল্কে ফস (Calc. Phos)। ৬x-২ বড়ি দিনে ৩/৪ বার সেব্য।

শিশু দুধ হজম করতে পারে না, পেটে ব্যাথা হয়, অজীর্ণ অবস্থায় বের হয় লক্ষণে ম্যাগ কার্ব (Mag Carb) অথবা ম্যাগ মিউর (Magnesia Muriatica) ৩০, দিনে ৩ বার ।

দুধ খেলেই পীড়িত হয়, পেটের গোলমাল দেখা দেয়, অসামঞ্জস্য পরিপোষক ক্রিয়া দেয় দিলে - ল্যাক ডিফ্লোরেটাম (Lac Defloratum) 30, দিনে 2/1 বার।

দুধ অসহ্য, খেলেই চাকা চাকা বমি করে, শিশু নিস্তেজ হয়ে ঘুমিয়ে যায়, জেগে আবার খেতে চায় -  ইথুজা (Aethusa) 12/30 , দিনে 3/4। বিপরীত লক্ষণে অর্থাৎ খেতে চায়না - চায়না (China)

দুধ ও তার সাথে বেশ চিনি খাওয়ার কারণে শিশুর অসুস্থতা নেট্রাম ফস (Natrum Phos) 6x, দিনে 3/4 বার।

মায়ের দুধে শিশুর অনিহা (aversion) খেলেই চাকা চাকা বমি করে বা ডায়রিয়া হয়- সাইলিসিয়া (Silicea), নেট্রাম কার্ব (Natrum Carb)

দুধ হজম করতে পারেনা, চাকা চাকা ব মি করে।  ইথুজা (Aethusa)

দুধ অসহ্য, খেলেই বমি করে ও পায়খানা দেখা দেয় - আর্সেনিক (Arsenic Album) 30 দিনে 2/3 বার।

দুধে অ্যালার্জি - টিউবারকু লি নাম বভি না ম (Tuberculinum Bovinum    ) 200 শক্তি থেকে।   

স্তনদুগ্ধ পান করার সময় শিশু কাদে - বো রাক্স (Borax ) 30 ।

দুধের স্বাদ তিতা - বোরা ক্স (Borax )  30, ব্রায়োনি  য়া এ ল্ব (Bryonia Alb), পাল  সে টিলা (Pulsatilla )

আরো পড়ুনঃ শিশু রোগ ক্যাটাগরি থেকে

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Comments
হোমিওপ্যাথিক(35), শিশু রোগ(3), প্রস্রাব(3), চর্মরোগ(3), ডায়াবেটিস(2), পরিচিত রোগ(2), দাঁত(2), উচ্চ রক্তচাপ(2), গ্যাস্ট্রিক(2), স্ত্রীরোগ(2), এলার্জি(2), হোমিওপ্যাথ শিক্ষার্থী(2), হাড় ক্ষয়(2), হাড় ব্যাথা(2), diabetes(1), ভিটামিন(1), হোমিওপ্যাথিক ও প্রাকৃতিক(1), রাসূল (সাঃ) এর বানী(1), ঘুমানোর পূর্বে পাঁচটি আমল(1), ঘুমানোর পূর্বে রাসূল (সাঃ) এর পাঁচটি আমল(1), ইসলাম ধর্ম(1), খেজুর(1), ঔষধি ফল(1), আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), হৃদরোগ(1), গর্ভবতী(1), প্রাথমিক চিকিৎসা(1), মিথ্যা সন্দেহ(1), পারিবারিক ঝগড়া বা দাম্পত্য কলহ (স্বামী-স্ত্রীর ঝগড়া)(1), গলগন্ড(1), বিছানায় প্রস্রাব(1), ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ(1), অজ্ঞান(1), ব্রন(1), হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ও সংরক্ষনের নিয়ম(1), প্রাকৃতিক(1), ????(1), বন্ধ্যাত্ব(1), জন্মনিয়ন্ত্রণ / গর্ভনিরোধ(1), ব্যাথা(1), কোমড় / মেরুদন্ড(1), হোমিওপ্যাথি সর্ম্পকে ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও কিছু প্রশ্নোত্তর(1), বইয়ের তালিকা(1), প্যারালাইসিস বা পক্ষাঘাত(1), paralysis(1), হার্ট টনিক(1), বেবী টনিক(1), অস্টিওপোরোসিস(1), পড়ালেখা/পাঠে মনোযোগ(1),