আজকে আমরা ঘুমানোর পূর্বে রাসূল (সাঃ) এর পাঁচটি আমল সর্ম্পকে জানব
রাসূলুল্লাহ্ (স:) এর বাণী
রাসুল (সাঃ) এক সময় হযরত আলী (রাঃ) কে বলিলেন যে, প্রত্যেক রাত্রিতে পাঁচটি কাজ করিয়া শুইয়া থাকিবা ঃ
১. চারহাজার দিনার ছদকাহ্ দিয়া ঘুমাইবেন।
২. এক খতম কোরআন শরীফ পড়িয়া ঘুমাইবেন।
৩. জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবেন।
৪. উভয়ের বিবাদ মিটাইয়া ঘুমাইবেন।
৫. এক হজ্ব করিয়া ঘুমাইবেন।
হযরত আলী (রা:) বলিলেন, ইয়া রাসূলুল্লাহ (স:) এই কাজ আমার জন্য বড়ই কঠিন। আমি কি করে এই কাজ করিতে পারি ?
অতঃপর রাসূলুল্লাহ (সঃ) বলিলেনঃ
১. চারবার ”সূরা ফাতেহা" পড়িয়া ঘুমাইলে চার হাজার দিনারের ছদকাহ তােমার আমল নামায় লিখা হইবে।
২. তিনবার ”সূরা ইখলাস” (কুল হুয়াল্লাহু) পড়িয়া ঘুমাইলে একখতম কোরআন পড়ার ছওয়াব পাইবে।
৩. তিনবার ”দরুদ শরীফ”পড়িয়া ঘুমাইলে জান্নাতের মূল্য আদায় হইয়া যাইবে।
৪. দশবার ”ইন্তেগফার”পড়িয়া ঘুমাইলে উভয়ের বিবাদ মিটানাের ছওয়াব পাইবে।
৫.চার বার ”কালেমা তামজীদ" পড়িয়া ঘুমাইলে এক হজ্বের ছওয়াব পাইবে।
অত:পর হযরত আলী (রা:) বলিলেন, ইয়া রাসূলুল্লাহ্ (স:) আমি প্রত্যহ এই আমল করিয়া ঘুমাইব।
আসুন আমরাও উপরােক্ত আমল সমূহ প্রত্যহ পালন করিয়া ঘুমাইতে চেষ্টা করি।
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী
সিংহশ্রী (বট তলা) চৌরাস্তা, ফালুমাস্টারের বাড়ি, কাপাসিয়া, গাজীপুর।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
Share this post
https://bismillahhomeocare.com/ঘুমানোর-পূর্বে-রাসূল-সাঃ-এর-পাঁচটি-আমল-5