আজকে আমরা আলোচনা করব ভিটামিন যেমন: ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি১, ভিটামিন বি২, আয়োডিন, ক্যালসিয়াম ইত্যাদির অভাবে উৎপন্ন রোগ যেমন গলগন্ড, স্কার্ভি, রাতকানা, বেরিবেরি, পেলেগ্রা, রিকেট, টিটেনাস, অতিরিক্ত রক্তক্ষরন ইত্যাদি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সর্ম্পকে ক্রমিক নং রোগের নাম রোগের উৎপত্তির কারন প্রতিকার ১. গলগন্ড আয়োডিন আয়োডিন / Cal Phos ২. স্কার্ভি ভিটামিন - সি Kali Phos ৩. রাতকানা ভিটামিন – এ Cal Phos ৪. বেরিবেরি ভিটামিন-বি১ Cal Phos ৫. পেলেগ্রা ভিটামিন-বি৩ Five-phos ৬. ডায়বেটিক ইনসুলিন ইনসুলিন ৭. রিকেট ভিটামিন – ডি Cal Flour ৮. টিটেনাস ক্যালসিয়াম Cal Phos / Kali Phos ৯. দাঁতের ক্ষয়রোগ ফ্লু-রাইড Cal Flour ১০. প্রজনন ক্ষমতা হ্রাস ভিটামিন – ই Natrum Mur ১১. অধিক রক্তক্ষরন ভিটামিন-কে Ferrum Phos আরো পড়ুন হোমিওপ্যাথিক ভিটামিন হোমিওপ্যাথিক ভিটামিনস, উপসর্গ, তাদের পরিপূরক ও ঔষধ প্রতীকি ছবি | Image From Freepik আমেরিকার একজন বিখ্যাত দন্ত চিকিৎসক বলেন Cal Phos-200 বেশ কিছু দিন খেলে ভবিষ্যতে দাত নষ্ট বা দাতের কোন পীড়া হওয়ার সম্ভাবনা থাকে না। সূ্ত্রঃ এন.সি.ঘোষ – মেটেরিয়া মেডিকা, পৃষ্টা: 192