Wednesday, 31 May 2023 | English

১০ উপাদানের অভাব জনিত রোগের কারন ও প্রতিকার

Dr. Abdul Hannan Mia 06-04-2021 03:15:03 pm, Updated 4 months ago চিকিৎসা , বায়োকেমিক 0 355
১০ উপাদানের অভাব জনিত রোগের কারন ও প্রতিকার

আজকে আমরা আলোচনা করব ভিটামিন যেমন: ভিটামিন এ,  ভিটামিন সি,  ভিটামিন কে,  ভিটামিন বি১,  ভিটামিন বি২, আয়োডিন, ক্যালসিয়াম ইত্যাদির অভাবে উৎপন্ন রোগ যেমন গলগন্ড, স্কার্ভি, রাতকানা, বেরিবেরি, পেলেগ্রা, রিকেট, টিটেনাস, অতিরিক্ত রক্তক্ষরন ইত্যাদি রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সর্ম্পকে

ক্রমিক নং

রোগের নাম

রোগের উৎপত্তির কারন

প্রতিকার

১.

গলগন্ড

আয়োডিন

আয়োডিন / Cal Phos

২.

স্কার্ভি

ভিটামিন - সি

Kali Phos

৩.

রাতকানা

ভিটামিন – এ

Cal Phos

৪.

বেরিবেরি

ভিটামিন-বি১

Cal Phos

৫.

পেলেগ্রা

ভিটামিন-বি৩

Five-phos

৬.

ডায়বেটিক

ইনসুলিন

ইনসুলিন

৭.

রিকেট

ভিটামিন – ডি

Cal Flour

৮.

টিটেনাস

ক্যালসিয়াম

Cal Phos / Kali Phos

৯.

দাঁতের ক্ষয়রোগ

ফ্লু-রাইড

Cal Flour

১০.

প্রজনন ক্ষমতা হ্রাস

ভিটামিন – ই

Natrum Mur

১১.

অধিক রক্তক্ষরন

ভিটামিন-কে

Ferrum Phos

আমেরিকার একজন বিখ্যাত দন্ত চিকিৎসক বলেন Cal Phos-200 কিছু অধিক দিন খেলে ভবিষ্যতে দাত নষ্ট বা দাতের কোন পীড়া হওয়ার সম্ভাবনা থাকে না।

প্রতীকি ছবি | Image From Freepik

আমেরিকার একজন বিখ্যাত দন্ত চিকিৎসক বলেন Cal Phos-200 বেশ কিছু  দিন খেলে ভবিষ্যতে দাত নষ্ট বা দাতের কোন পীড়া হওয়ার সম্ভাবনা থাকে না

সূ্ত্রঃ এন.সি.ঘোষমেটেরিয়া মেডিকা, পৃষ্টা: 192

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
হোমিওপ্যাথিক(35), শিশু রোগ(3), প্রস্রাব(3), চর্মরোগ(3), ডায়াবেটিস(2), পরিচিত রোগ(2), দাঁত(2), উচ্চ রক্তচাপ(2), গ্যাস্ট্রিক(2), স্ত্রীরোগ(2), এলার্জি(2), হোমিওপ্যাথ শিক্ষার্থী(2), হাড় ক্ষয়(2), হাড় ব্যাথা(2), diabetes(1), ভিটামিন(1), হোমিওপ্যাথিক ও প্রাকৃতিক(1), রাসূল (সাঃ) এর বানী(1), ঘুমানোর পূর্বে পাঁচটি আমল(1), ঘুমানোর পূর্বে রাসূল (সাঃ) এর পাঁচটি আমল(1), ইসলাম ধর্ম(1), খেজুর(1), ঔষধি ফল(1), আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), হৃদরোগ(1), গর্ভবতী(1), প্রাথমিক চিকিৎসা(1), মিথ্যা সন্দেহ(1), পারিবারিক ঝগড়া বা দাম্পত্য কলহ (স্বামী-স্ত্রীর ঝগড়া)(1), গলগন্ড(1), বিছানায় প্রস্রাব(1), ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ(1), অজ্ঞান(1), ব্রন(1), হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ও সংরক্ষনের নিয়ম(1), প্রাকৃতিক(1), ????(1), বন্ধ্যাত্ব(1), জন্মনিয়ন্ত্রণ / গর্ভনিরোধ(1), ব্যাথা(1), কোমড় / মেরুদন্ড(1), হোমিওপ্যাথি সর্ম্পকে ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও কিছু প্রশ্নোত্তর(1), বইয়ের তালিকা(1), প্যারালাইসিস বা পক্ষাঘাত(1), paralysis(1), হার্ট টনিক(1), বেবী টনিক(1), অস্টিওপোরোসিস(1), পড়ালেখা/পাঠে মনোযোগ(1),