Wednesday, 31 May 2023 | English

মানসিক লক্ষন অনুযায়ী গুরুত্বপূর্ন বায়োকেমিক ঔষধ নির্বাচন

মানসিক লক্ষন অনুযায়ী গুরুত্বপূর্ন বায়োকেমিক ঔষধ নির্বাচন

আজকে আমরা এক নজরে মানসিক লক্ষন অনুযায়ী গুরুত্বপূর্ন বায়োকেমিক ঔষধ নির্বাচন সর্ম্পকে জানব।

মানসিক লক্ষন অনুযায়ী গুরুত্বপূর্ন বায়োকেমিক ঔষধ নির্বাচন

লক্ষন ঔষধ
আংশিক মানসিক বিকৃতি কেলি ফস।
পশ্চাদবর্তী পরিণাম ফলঃ- মনােভঙ্গ, আশাভঙ্গ, নিরাষ ক্যালকেরিয়া ফস।
মনােদুঃখ, বিষাদ, শােক ক্যাল ফস, কলি ফস।
বিরক্তি উৎপাদন, যন্ত্রনা ক্যালকেরিয়া ফস।
ত্রাস, আতঙ্ক, ভয় কেলি ফস।
মুক্তস্থান ভীতি কেলি ফস।
নিদ্রাভঙ্গের পর উপশম ফেরাম ফস।
উচ্চাভিলাষী, উচ্চাকাঙ্ক্ষাশূন্য নেট্রাম ফস।
কুপিত, উত্তেজিত, প্রদাহযুক্ত নেট্রাম মিউর।
অস্থিরতা, উৎকণ্ঠা, উদ্বেগ ক্যাল ফস, কেলি ফস, নেট্রাম ফস।
শঙ্কিত, অনুভূতি সম্বন্ধীয় নেট্রাম ফস, কেলি ফস, নেট্রাম মিউর।
মনােনিবেশ, আয়াসসাধ্য সাইলিসিয়া।
লজ্জায় রাগ মানসিক আবেগ জনিত
স্নায়ূবিক অবসাদ বা ক্লান্তি অতিরিক্ত পরিশ্রমের ফলে
এক স্থান হতে অন্য স্থানে দ্রব্যাদি বহন করে, ম্যাগ ফস।
সান্তনা প্রদানে বৃদ্ধি নেট্রাম মিউর।
কোপন স্বভাব শিশুদিগের কেলি ফস।
অব্যবস্থিত, চঞ্চল চিত্ত ক্যালকে ফস।
আজন্ম নিবোধ, জড় বুদ্ধি ক্যালকে ফস।
ভাবী অমঙ্গল সূচনা করে নিরানন্দ কেলি ফস।
বিমর্ষভাব, বিকার সাধারণতঃ
সর্বাঙ্গের কম্পন ফেরাম ফস, কেলি ফস, নেট্রাম মিউর।
নিম্নাঙ্গের অসংলগ্ন কেলি ফস।
বিক্ষিপ্ত চিত্ত নেট্রাম মিউর।
বাচাল, সর্বদা সজাগ নেট্রাম মিউর, ফেরাম ফস।
বিমর্ষ, বিষন্নভাব ক্যালকে ফ্লোর, ক্যাল্কে সালফ, কেলি ফস, নেট্রাম মিউর।
উম্মত্ততা, মানসিক কেলি ফস।
পুনরায় আরােগ্যলাডে আশাভঙ্গ, নিরাশ হওয়া নেট্রাম সালফ।
ব্যবসা সম্বন্ধে হতাশা, নিরাশ, বিষাদ কলি ফস।
কঠিন বা দুবোধ্য বিষয় চিন্তা করতে পারে না সাইলিসিয়া।
আশাডঙ্গ, বা মনােভঙ্গ,( কিছু না পাওয়ায়) ক্যালকে ফস।
জীবনের প্রতি বিতৃষ্ণা জন্মান, সাইলিসিয়া।
নিরুৎসাহিত, বিষন্ন হওয়া নেট্রাম সালফ।
কথাবার্তা বলতে বিতৃষ্ণা, বীতরাগ কেলি ফস।
লােকজনের সহিত মেলামেশায় বিরাগ কেলি ফস।
স্নায়ুবিক ভীতি কেলি ফস।
গােলমালে ভীতি কেলি ফস, সাইলিসিয়া।
অলস, জড়বুদ্ধি কেলি ফস, ম্যাগ ফস, নেট্রাম ফস।
নিরাশ হওয়ার পরিণাম জনিত ক্যালকে ফস।
ভয় পাওয়ার পরিণাম জনিত কেলি ফস্।
দুঃখ হতে উৎপত্তি ক্যাল ফস, কেলি ফস।
মনস্তাপ হতে উৎপন্ন বা বিরক্তি ক্যালকে ফস।
হঠাৎ হিষ্টিরিয়া, মানসিক আবেগ - হৃদয়াবেগ হতে কেলি ফস।
লজ্জায় মুখ মন্ডল রক্তিম বর্ণ কেলি ফস।
অন্তনিহিত শক্তি বা জীবনী শক্তির অভাব কেলি ফস।
অত্যন্ত লজ্জা শীলা, আঁতকে ওঠা, মুখচোরা কেলি ফস।
স্নায়ূবিক উত্তেজনা কেলি ফস।
ভুলধারণা কেলি ফস, নেট্রাম ফস।
খেয়ালী, সৌখিন কেলি ফস।
পড়ে যাওয়ার ভীতি কেলি সালফ।
ভয়ার্ত ভীতিজনক কেলি সালফ।
ধনহানির ভয়, আর্থিক সম্পদ হানির ক্যালকেরিয়া ফ্লোর।
বিস্মৃত হওয়া, ভুল হওয়া ক্যান্কেরিয়া ফস, ম্যাগ ফস।
ভয় পাওয়ার ফলে বা পরিণামে কেলি ফস।
কৌতুকপ্রিয়, রঙ্গপ্রিয় নেট্রাম মিউর।
দুঃখিত, নিরস, নিরানন্দ জনক অবস্থা কেলি ফস, নেট্রাম মিউর।
কাল্পনিক বিষয় আঁকড়িয়ে থাকা, অবাস্তব পদার্থ ধরে থাকা বা কল্পনা করা কেলি ফস।
*অত্যন্ত অসহিষ্ণ কেলি ফস।
তীব্র মনঃপীড়া বা গভীর দুঃখের ফলে বা পরিণামে ক্যালকেরিয়া ফস, কেলি ফস।
রাত্রিতে নিদ্রাভঙ্গের পর পদধ্বনি শুনতে পায় নেট্রাম ফস।
ঘরমুখাে, গহে প্রত্যাগমনের জন্য কাতর কেলি ফস।
ভবিষ্যৎ সম্বন্ধে ভরসাশন্য, হতাশ কেলি ফস।
বদমেজাজী শিশুদিগের ক্যাল ফস, কেলি ফস।
স্বরন শক্তি হ্রাস ক্যালকেরিয়া ফস।
ধৈর্যহীন, অস্থির, অধীর, অসহিষ্ণু কেলি ফস।
গান গাহিবার ও নাচিবার প্রবৃত্তি বা ঝোঁক নেট্রাম মিউর।
অনিশ্চয়তা, দ্বিধা ক্যালকেরিয়া ফ্লোর, কেলি ফস।
উত্তেজনা প্রবণ, ক্রোধ প্রবণতা কেলি ফস, নেট্রাম সালফ, নেট্রাম ফস,
কাতরােক্তি, বিলাপ করা, ক্রন্দন করা ম্যাগফস।
হাস্যরস, অট্টহাস্য, হাস্য কেলি ফস।
আকাঙ্ক্ষা, বাসনা, অভিলাষ, লালসা, পূর্বস্মৃতি দেখায় কেলি ফস।
স্মৃতি শক্তির লােপ কেলি ফস।
হঠাৎ স্মৃতি শক্তির লােপ ক্যালকেরিয়া সালফ।
মানসিক বৈরাগ্য সাইলিসিয়া।
ঐ মস্তকে আঘাত জনিত নেট্রাম সালফ।
স্বরণ শক্তির লােপ কেলি ফস, ক্যাল ফস, ম্যাগ ফস।
অত্যন্ত মানষিক পরিশ্রম করার পর কেলি ফস,
ঐ ক্রন্দনশীল কেলি ফস।
ঐ বিলাপ, শােক প্রকাশ, কাতরােক্তি ম্যাগ ফস।
গীত বাদ্যাদিতে বৃদ্ধি নেট্রাম সালফ।
স্নায়বিক ভীতি কেলি ফস।
শিশুদিগের রাত্রি ভীতি কেলি ফস।
অবাস্তব পদার্থকে বাস্তব বলে ধারণা কেলি ফস।
বাক্য বা অক্ষর লিখবার সময় ভূল হয়ে যায় বা বাদ পড়ে কেলি ফস।
স্নায়বিক অবসাদ বা ক্লান্তি, অতিরিক্ত পরিশ্রমের ফলে কেলি ফস।
পুরাতন বিষয় হাতড়ায় কেলি ফস।
অনুরাগ, উচ্ছাস ফেটে পড়েছে বা রিপু বশীভূত না করতে পারায় উচ্ছাস নেট্রাম মিউর।
শিশুদিগের কোপন স্বভাব ক্যালকে ফস।
সূঁচ এবং আলপিন নিয়ে খেলা করে সাইলিসিয়া।
অসংলগ্ন বা অসম্বন্ধভাবে কথা বলে কেলি ফস, ম্যাগ ফস।
হৃদপিন্ডের স্পন্দন সহ দুঃখিত ভাব নেট্রাম মিউর।
চিতকার করা অট্টহাস্য করা কেলি ফস।
অত্যন্ত মুখ চোরা, সহসা চমকিয়ে একপাশে সরে যাওয়া কেলি ফস।
দীর্ঘনিঃশ্বাস পরিত্যাগ করা কেলি ফস, নেট্টাম মিউর।
অনুভব শক্তির ধীরতা, বােধশক্তি ধীর ক্যালকে ফস।
ফোপিয়ে ফোপিয়ে কাঁদা ম্যাগনেসিয়া ফস।
স্বপ্ন সঞ্চরণ, নিদ্রাদ্রমণ কেলি ফস।
তরুণ পীড়ায় নিদ্রাচ্চন্ন এবং অচৈতন্যভাব নেটরাম মিউর।
নিঃসঙ্গতা পছন্দ করে ক্যালকে ফস।
স্নায়বীয় উত্তেজনায় শিহরিয়ে উঠে বা চমকিয়ে, আঁতকে উঠে কেলি ফস, কেলি মিউর।
নির্বোধ, জড়বুদ্ধি ক্যালকে ফস।
হঠাৎ মানসিক আবেগ জনিত হিস্টিরিয়া কেলি ফস।
আত্মহত্যা করার চেষ্টা নেট্রাম সালফ।
সন্দেহ প্রবণ, সন্দিগ্ধচিত্ত কেলি ফস।
আপন মনে সর্বদা কথা বলা ম্যাগনেসিয়া ফস।
অসংলগ্ন কথা বলা কেলি ফস।
নিদ্রিত অবস্থায় অসংলগ্ন কথা বলা কেলি ফস।
বাচাল সর্বদা কথা বলা ফেরাম ফস, নেট্টাম মিউর।
আত্মহত্যা করার ইচ্ছা নেট্টাম সালফ।
রাত্রিতে শিশুরা ভয় পায় কেলি ফস।
চিন্তা করা কষ্টকর সাইলিসিয়া
জীবনে বিতৃষ্ণা বা ক্লান্তি সাইলিসিয়া।
সামান্য জিনিসকে পর্বত প্রমাণ মনে করে ফেরাম ফস।
সামান্য জিনিসে বিরক্তি নেট্টাম ফস।
লিখতে কথা বলতে ভূল কথা ব্যবহার করে কেলি ফস।
বিরক্তি গাব হতে উৎপত্তি ক্যালকে ফস, কেলি ফস।
উৎসাই হীন কেলি ফস।
কোলে করে বেড়াতে চায় কেলি ফস।
ক্রন্দন শীলা কেলি ফস।
ঘ্যান ঘ্যানে, ছিচকাঁদুনে কেলি ফস।
বর্বর, অসভ্য, হটকারী নেট্টাম সালফ।

 

রেফারেন্স বইঃ 

অর্গানন অফ বায়োকেমিক এন্ড স্ট্যান্ডার্ড বায়োকেমিক মেটেরিয়া মেডিকা - ডাঃ মাওঃ নাজমুল হাসান চৌধুরী

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
হোমিওপ্যাথিক(35), শিশু রোগ(3), প্রস্রাব(3), চর্মরোগ(3), ডায়াবেটিস(2), পরিচিত রোগ(2), দাঁত(2), উচ্চ রক্তচাপ(2), গ্যাস্ট্রিক(2), স্ত্রীরোগ(2), এলার্জি(2), হোমিওপ্যাথ শিক্ষার্থী(2), হাড় ক্ষয়(2), হাড় ব্যাথা(2), diabetes(1), ভিটামিন(1), হোমিওপ্যাথিক ও প্রাকৃতিক(1), রাসূল (সাঃ) এর বানী(1), ঘুমানোর পূর্বে পাঁচটি আমল(1), ঘুমানোর পূর্বে রাসূল (সাঃ) এর পাঁচটি আমল(1), ইসলাম ধর্ম(1), খেজুর(1), ঔষধি ফল(1), আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), হৃদরোগ(1), গর্ভবতী(1), প্রাথমিক চিকিৎসা(1), মিথ্যা সন্দেহ(1), পারিবারিক ঝগড়া বা দাম্পত্য কলহ (স্বামী-স্ত্রীর ঝগড়া)(1), গলগন্ড(1), বিছানায় প্রস্রাব(1), ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ(1), অজ্ঞান(1), ব্রন(1), হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ও সংরক্ষনের নিয়ম(1), প্রাকৃতিক(1), ????(1), বন্ধ্যাত্ব(1), জন্মনিয়ন্ত্রণ / গর্ভনিরোধ(1), ব্যাথা(1), কোমড় / মেরুদন্ড(1), হোমিওপ্যাথি সর্ম্পকে ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও কিছু প্রশ্নোত্তর(1), বইয়ের তালিকা(1), প্যারালাইসিস বা পক্ষাঘাত(1), paralysis(1), হার্ট টনিক(1), বেবী টনিক(1), অস্টিওপোরোসিস(1), পড়ালেখা/পাঠে মনোযোগ(1),