আজকে আমরা বহুমূত্র বা ডায়াবেটিসের, ডায়াবেটিস কমানোর ও নিয়ন্ত্রনের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আলোচনা করব। জানব কিভাবে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে ডায়াবেটিস (বহুমূত্র) রোগ, সুগারের, প্রস্রাবে শর্করা , প্রস্রাবের সমস্যা, গর্ভাবস্থায় ডায়াবেটিস ও রোগীর পায়ের ঘা বা ক্ষতের চিকিৎসা করা যায় ও ডায়াবেটিসের বায়োকেমিক চিকিৎসা, ঔষধ ও লক্ষন সর্ম্পকে।
ডায়াবেটিস বা বহুমূত্র রোগীর ক্ষত, ঘা, পায়ের ক্ষত সারানোর হোমিওপ্যাথিক ঔষধ
- রক্তে চিনির ভাগ বেশী থাকায় (ডায়াবেটিস / বহুমূত্র / সুগার - Blood Sugar) যে রােগীর ক্ষত আরােগ্য হতে চায়না, সে রােগীর ক্ষত ক্যালকে-সালফে (Calc Sulph) অবশ্যই আরােগ্য লাভ করে।
~ ডাঃ মরী
প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে শর্করা, গর্ভবস্থায় ডায়াবেটিস বা বহুমূত্রের হোমিওপ্যাথিক চিকিৎসা
- প্রস্রাবে শর্করার পরিমাণ বেশি, দুর্বল ,প্রবল পিপাসা, শীর্ণতা, বারবার প্রস্রাবের বেগ , ডায়াবেটিসের কারণে শরীরে ঘা/ ক্ষত – Syzygium jambo Q । প্রত্যেক দিন তিনবার ১৫-২০ ফোঁটা।
- সিজিজিয়াম- Q (Syzygium jambo Q) এর সঙ্গে ইউরেনিয়াম নাইট (Uranium Nitricum) ৩x একত্রে মিশিয়ে বা পৃথকভাবে সেবনে সুন্দর ফল দেয়।
~ ডাঃ প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- নেট্রাম মিউর (Natrum Mur) ৬x ১টি ট্যাবলেট দিনে ৪ বার ভাল ফল দেয়।
~ ডাঃ প্রসাদ বন্দ্যোপাধ্যায়
- Blood Sugar বা বহুমুত্রের সাথে যদি চর্মরােগ (যথা-চুলকানি, ঘা, কার্বাঙ্কল) থাকে তবে ইনসুলিন (Insulin) ৬x, বা ১২,৩০ অব্যর্থ। দিনে ৪ বার।
- চিরতা (Chirata Gentiana) Q ভাল।
- ক্রিয়োজোট (Kreosote): বহুমূত্র বা ডায়াবেটিস রোগে দূর্গন্ধযুক্ত প্রস্রাব, কেবলমাত্র শায়িত অবস্থায় প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবের বেগ হবার সঙ্গে সঙ্গেই প্রস্রাবের জন্য ছুটিতে হয় তা না হলে কাপড় নষ্ট হয়ে বায়।
- মােটা সােটা অলস ব্যক্তির বহুমূত্র রোগে (ডায়াবেটিস) ক্যাপসিকাম (Capsicum)।
~ ডাঃ নিজ্ভোরকার
- বহুমুত্র (ডায়াবেটিস) রােগে ফসফরাস (Phosphorus) একটি উত্তম ওষুধ; এবং গ্লিসারিন (Glycerin) ২০০ অনধিক মাত্রায় ব্যবহার করলে আশ্চর্য্য ফল দেখায়।
~ ডাঃ ফরতিয়েঁ বাণুভি
- ডায়াবেটিস বা বহুমূত্র রােগে কলোসিন্থ(Colocynthis) 'স্পেসিফিক' তুল্য।
~ ডাঃ বাের্নিং হােসেন
- থুজা অক্সিডেন্টালিস (Thuja Occidentalis): দিবাভাগে পুনঃ পুনঃ মূত্র ত্যাগের ইচ্ছা, শর্করাযুক্ত প্রস্রাব, শীতল খাদ্য বা শীতল গ্রহণের ইচ্ছা, যাদের প্রমেহ রােগের ইতিহাস আছে তাদের বহমুল রােগে থুজা অক্সিডেন্টালিস (Thuja Occidentalis) উপযােগী,।
- অধিক পরিমানে প্রস্রাব , বিছানায় প্রস্রাব করা, প্রস্রাবের বেগ ধরে রাখতে না পারা,অনবরত ফোঁটা ফোঁটা প্রস্রাব – Rhus Aromatic Q ।
- শর্করা যুক্ত প্রস্রাব, মুখ শুষ্ক, প্রস্রাব ঘোলা, শরীরে জ্বালা – Abroma augusta Q ।
- ফসফরিক এসিড (Phosphoric Acid): কিডনী প্রদেশে তীব্র বেদনা, দারুণ। পিপাসা, মুখে দুষ্ট ব্রণ, মূত্রে ফসফেট-সাদা দুধের মত, রাত্রে প্রচুর প্রস্রাব, গরম কাতর।
- প্রস্রাব শর্করাযুক্ত,দিন অপেক্ষা রাতে বেশি প্রস্রাব , গর্ভাবস্থায় ডায়াবেটিস – Uranium Nit 3x । (প্রস্রাব না কমা পর্যন্ত) ।
- প্রস্রাবে অধিক শর্করা ও শরীর অত্যাধিক ঘামে – Ammon Aceticum 200 ।
- Cephalandra indica Q – ৪/৫ ফোঁটা মাত্রায় দিনে ৩/৪ বার সেবনে বিশেষ উপকার পাওয়া যায়।
- Gymnema Q – এটিও ব্লাড সুগার এর জন্যে খুব উপযোগী।
- অত্যন্ত অধিক তৃষ্ণাসহ ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ – Mag Sulph 200 ।
ডায়াবেটিস এর বায়োকেমিক লক্ষন ,চিকিৎসা ও ঔষধ
- Kali phos (কেলি ফস) : স্নায়ূ বিধানের সমস্ত বিকৃতি ও অপচয় রােধ করে ক্লোমযন্ত্রাি কে পুনঃ সংস্কার করতে পারে। (ক্লোমগ্রন্থি Pancreas) স্নায়ুবিক দূর্বল্য নিদ্রাহীনতা, সায়েটিকা।
- Calcarea phos (ক্যালকেরিয়া ফস) : জিহবাও মুখাভ্যন্তর শুস্ক। পুনঃ পুনঃ প্রস্রাব, ফোটা ফোটা মধুমেহ সহ ফুসফুস জনিত রােগ। মাংস ও লবন এর স্পহা, Kali Sulph (কেলি সালফ) সহ ব্যবহার।
- Kali Mur (কেলি সালফ) : প্রস্রাব এবং শর্করার ভাগ অত্যাধিক। দুর্বলতা ও তন্দ্রার আগ অধিক। মধু মেহ জনিত চর্ম পীড়া সহ বহুমূত্র।
সূত্রঃ হোমিও রত্নমালা, ডা. ধনমোহাম্মদ সরকার , আরো ++
ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)
ডি.এইচ.এম.এস (ঢাকা)
অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী
সিংহশ্রী (বট তলা) চৌরাস্তা, ফালুমাস্টারের বাড়ি, কাপাসিয়া, গাজীপুর।
মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান
(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)
Share this post
https://bismillahhomeocare.com/বহুমূত্র-বা-ডায়াবেটিসের-হোমিওপ্যাথিক-চিকিৎসা-ও-ঔষধ-8