Wednesday, 31 May 2023 | English

চোখের রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

চোখের রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

আজকে আমরা চোখের রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে আলোচনা করব।


Euphrasia এর চোখের রোগের লক্ষন হল চোখ থেকে প্রচুর পরিমাণে ঝাঁঝালাে অশ্রু-স্রাব নির্গত হয়।
 

চোখ উঠা

বামদিকের চক্ষু ওঠার এক চমৎকার আরােগ্যকর ঔষধ Rhus Tox (রাসটক্স)। এর লক্ষণ চোখ ব্যথা, চোখের পাতা ফোলা, গরম জল পড়া, আলোক সংবেদী। চোখ জ্বলে, ঘন পিঁচুটিতে চোখ জুড়ে থাকে। ঠান্ডায় যন্ত্রণা বাড়ে, চোখ বুজে থাকলে আরাম লাগে। জলে বা বৃষ্টিতে ভিজে চোখের পাতার পক্ষাঘাত। ৬ বা ৩০ শক্তি থেকে পর্যায়ক্রমে উচ্চশক্তি।

ডান চক্ষু উঠলে Apis Mellifica (এপিস মেল)। Apis Mellifica এর অন্যতম লক্ষন স্ফীতি / চামড়ার চুলকানিযুক্ত ফোলা/অ্যালার্জি । চোখের চারপাশে ফুলে যাওয়ার ফলে চোখের পাতা খুলতে পারে না।

দুটি চক্ষুই উঠেছে। চক্ষু রক্তবর্ণ টনটন ঝনঝন করকর করছে, পিচুটিতে চোখ দুটি জুড়ে যাচ্ছে। সিফিলিনাম (Syphilinum) ২টি ডােজ দিয়ে Argentum Nitricum (আর্জেন্ট নাই) ২০০।

যে সকল রোগে রক্তজমা ও মুখচোখ লালবর্ন হয় সেইসব রোগের ঔষধ হিসেবে বেলেডোনা (Belladona) ব্যবহার হয়। চোখ ওঠা, সাথে ব্যাথা, আলো বা রোদ সহ্য করতে পারে না, - বেলেডোনা ৩।

Cataract বা চোখের ছানি

কোমল ছানিতে-Colchicum (কলোসিন),
পুরাতন ছানির মহৌষধ-Calcarea Fluor (ক্যালকেরিয়া ফ্লোর).
ডান চোখের ছানিতে-Calcarea Phos (ক্যালকেরিয়া ফস).

চোখের পাতা ফুলা

চোখের নীচের পাতা ফুললে Apis Mellifica (এপিস মেল)

চোখের উপরের পাতা ফুললে Kali Carb (কেলি কার্ব).

 

চোখ দিয়ে পানি পড়া

জল পড়া বা চক্ষুর শােষঘায়ের একমাত্র আরােগ্যকর ঔষধ হল Acid Fluoricum (এসিড ফ্লোর). মনে রাখা দরকার, নেত্রনালী সংক্রান্ত এই আশ্চর্য ঔষধটির ক্রিয়াও আশ্চর্যজনক।

 

চোখ লাল হয়ে যাওয়া

ভীষণ কাশিসহ চক্ষুতারার মধ্যে জমাট বাঁধা লাল রক্ত। এরকম কাশিযুক্ত রক্তবর্ণ চক্ষুর চিকিৎসায় Arnica Montana (আর্ণিকা মন্ট) জাদু দেখাবে।

 

Amblyopia বা দৃষ্টিশক্তির হীনতা

রাত্রিজাগরণ, মদ্যপান, অতিরিক্ত ইন্দ্রীয়সেবা বা অপরিমিত গুরূপাক খাদ্য, ভােজনকারীদের দৃষ্টি শক্তির হীনতায় - Nux Vom (নাক্স ভোম).
শরীরের রসরক্তাদির ক্ষয়, রক্তস্বল্পতা জনিত কারনে-China (চায়না),
নারীদের ঋতুরােধজনিত-Pulsatilla (পালসেটিলা)
হৃৎপিন্ড সংক্রান্ত পীড়ায়-Cactus (ক্যাক্টাস)
চক্ষুতারকার প্রদাহ সহ-Sang. Can (স্যাঙ্গুনেরিয়া ক্যান).

Hemiopia বা আংশিক দৃষ্টি

কোন বস্তুর ডানদিকের অর্ধেকাংশ দেখতে পেলে Lithium Carb. (লিথিয়াম কার্ব)
বামদিকের অর্ধেকাংশ দেখা গেলে- Lycopodium (লাইকোপেডিয়াম)
কোনবস্তুর উপর দিকের অর্ধেকাংশ দেখা গেলে- Aurum Met. (অরাম মেট)
ছােট জিনিস বড় দেখালে Acid Oxalic
টেরা দৃষ্টির জন্য- Alumina (অ্যালুমিনা)
দ্বিত্ব দর্শনে (এক জিনিস দুইবার দেখলে) -Gelsemium (জেলসিয়াম)
চোখের পাতা ঝুলে পড়লে- Gelsemium (জেলসিয়াম)
আত্মহত্যার ইচ্ছা- Aurum Met. (অরাম মেট)

 

চোখের পাতায় টিউমার 

সিফিলিনাম ও Staphysagria (স্ট্যাফিসেগ্রিয়া)

চোখের পাতায় আঁচিল

আঁচিল আব বা অবুদ মানেই Thuja. সুতরাং Thuja একসপ্তাহ খাওযার পরে চক্ষু পাতার অঞ্জনির জন্য Staphysagria (স্ট্যাফিসেগ্রিয়া)।  Staphysagria’র আরও কতকগুলি বৈশিষ্ট্য আছে। কাম ও ক্রোধ, দাঁতে পােকা আছে, সহবাসজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট, মাথার উকুনও এরূপ লক্ষনে Staphysagria. আগে দুটি ডােজ সিফিলিনাম (Syphilinum), তারপর Staphysagria (স্ট্যাফিসেগ্রিয়া) ব্যবহার করতে হয়।

অঞ্জনিতে পুঁজ

অঞ্জনির জন্য Thuja এবং Pulsatilla কার্যকর।

অঞ্জনিতে পুঁজসঞ্চয় হলে এবং খুব যন্ত্রণাপ্রদ হলে Hepar Sulphur।

চক্ষুতারকার উপর যদি লালচে স্পট দেখা যায়: Zinc Sulph ।

চোখের ভিতর বা বাহিরে মাংসবৃদ্ধি

চোখের ভিতর বা বাহিরে মাংসবৃদ্ধি হলে Thuja দিয়ে Silicea দিতে হয়।

রেফারেন্স বই

আমার ৬০ বছরের অভিজ্ঞতা ও হোমিওপ্যাথিক ম্যাজিক কিউর
লেখক- ডাঃ এম. হাসান মির্জা

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
হোমিওপ্যাথিক(35), শিশু রোগ(3), প্রস্রাব(3), চর্মরোগ(3), ডায়াবেটিস(2), পরিচিত রোগ(2), দাঁত(2), উচ্চ রক্তচাপ(2), গ্যাস্ট্রিক(2), স্ত্রীরোগ(2), এলার্জি(2), হোমিওপ্যাথ শিক্ষার্থী(2), হাড় ক্ষয়(2), হাড় ব্যাথা(2), diabetes(1), ভিটামিন(1), হোমিওপ্যাথিক ও প্রাকৃতিক(1), রাসূল (সাঃ) এর বানী(1), ঘুমানোর পূর্বে পাঁচটি আমল(1), ঘুমানোর পূর্বে রাসূল (সাঃ) এর পাঁচটি আমল(1), ইসলাম ধর্ম(1), খেজুর(1), ঔষধি ফল(1), আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), হৃদরোগ(1), গর্ভবতী(1), প্রাথমিক চিকিৎসা(1), মিথ্যা সন্দেহ(1), পারিবারিক ঝগড়া বা দাম্পত্য কলহ (স্বামী-স্ত্রীর ঝগড়া)(1), গলগন্ড(1), বিছানায় প্রস্রাব(1), ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ(1), অজ্ঞান(1), ব্রন(1), হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ও সংরক্ষনের নিয়ম(1), প্রাকৃতিক(1), ????(1), বন্ধ্যাত্ব(1), জন্মনিয়ন্ত্রণ / গর্ভনিরোধ(1), ব্যাথা(1), কোমড় / মেরুদন্ড(1), হোমিওপ্যাথি সর্ম্পকে ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও কিছু প্রশ্নোত্তর(1), বইয়ের তালিকা(1), প্যারালাইসিস বা পক্ষাঘাত(1), paralysis(1), হার্ট টনিক(1), বেবী টনিক(1), অস্টিওপোরোসিস(1), পড়ালেখা/পাঠে মনোযোগ(1),