Wednesday, 31 May 2023 | English

অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা কোমরের হাড় ক্ষয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় বা কোমরের হাড় ক্ষয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ

আজকে আমরা জানব অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়ের বা কোমরের হাড় ক্ষয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ সর্ম্পকে।

কোমর বা মেরুদন্ডের হাড় ক্ষয় হয় ক্যালসিয়ামের অভাবে। এই হাড় ক্ষয়কে বলা হয় অস্টিওপোরোসিস (Osteoporosis)। যখন আমাদের রক্তে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তখন আমাদের দেহেও ক্যালসিয়ামের অভাব দেখা দেয় এবং দেহে ক্যালসিয়ামের অভাবের ফলেই হাড়েরর অস্থিমজ্জায় ক্যালসিয়াম পৌছায় না এবং ক্যালসিয়ামের অভাবেই হাড় অপেক্ষাকৃত দূর্বল হয়ে যায়।

পুরুষ অপেক্ষা নারীরা এই রোগে বেশী ভোগে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, পঞ্চাশোর্ধ প্রতি ৩ জনের মধ্যে ১ জন এবং সত্তরোর্ধ্ব প্রতি ৩ জনের মধ্যে ২ জন নারী এই অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত।

 

আর ভিটামিন ডি হল ক্যালসিয়ামের পরিপূরক। ভিটামিন ডি ক্যালসিয়ামের সমতা বজায় রাখতে ও ইনটেস্টাইন (intestine) বা অন্ত্রের মাধ্যমে ক্যালসিয়াম শোষনে সহায়তা করে । ভিটামিন ডি এর জন্য Cal Flour 12x, Cal phos 12x সর্বোত্তম ঔষধ।

ভিটামিন D 

বায়োকেমিক ঔষধ = Cal flour – 12x/1x, Cal Phos – 12x, Natrum Mur-6x

হোমিও ঔষধ = Abrotanaum -30, Rhus tox-30, Olium jac-1x

 

নেট্রাম মিউর (Natrum Mur): যেসব রোগীদের পিঠ ব্যথা শক্ত বিছানায় শুলে বা টিপে দিলে আরাম পায়, আবেগী কিন্তু অন্যদের থেকে লুকিয়ে রাখে, রাগ বা আঘাত থেকে পিঠে ব্যথা ইত্যাদি লক্ষনযুক্ত রোগীর পিঠ ব্যথায় নেট্রাম মিউর (Natrum Mur)

 

ডাঃ মোঃ আঃ হান্নান মিয়া (বি,এ)

ডি.এইচ.এম.এস (ঢাকা)


অহনা ভিলা, ধানুয়া কলেজ পাড়া, শিবপুর, নরসিংদী

রোগী দেখার সময়ঃ শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।


বাগদী প্রাইমারী স্কুলের পূর্ব পার্শ্বে, আব্দুল বাতেনের বাড়ি, কালিগঞ্জ, গাজীপুর

রোগী দেখার সময় বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মোবাইলঃ ০১৭৩৯-৬৮২৬৯২, অথবা বার্তা পাঠান

(প্রতি শনিবার যোগাযোগ সাপেক্ষে রোগী দেখা হয়)

Share this post
More
Dr. Abdul Hannan Mia
প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
Recommended for you
Comments
হোমিওপ্যাথিক(35), শিশু রোগ(3), প্রস্রাব(3), চর্মরোগ(3), ডায়াবেটিস(2), পরিচিত রোগ(2), দাঁত(2), উচ্চ রক্তচাপ(2), গ্যাস্ট্রিক(2), স্ত্রীরোগ(2), এলার্জি(2), হোমিওপ্যাথ শিক্ষার্থী(2), হাড় ক্ষয়(2), হাড় ব্যাথা(2), diabetes(1), ভিটামিন(1), হোমিওপ্যাথিক ও প্রাকৃতিক(1), রাসূল (সাঃ) এর বানী(1), ঘুমানোর পূর্বে পাঁচটি আমল(1), ঘুমানোর পূর্বে রাসূল (সাঃ) এর পাঁচটি আমল(1), ইসলাম ধর্ম(1), খেজুর(1), ঔষধি ফল(1), আকস্মিক পীড়া, দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), দূর্ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসা(1), হৃদরোগ(1), গর্ভবতী(1), প্রাথমিক চিকিৎসা(1), মিথ্যা সন্দেহ(1), পারিবারিক ঝগড়া বা দাম্পত্য কলহ (স্বামী-স্ত্রীর ঝগড়া)(1), গলগন্ড(1), বিছানায় প্রস্রাব(1), ঘন ঘন প্রস্রাবের হোমিওপ্যাথিক ঔষধ(1), অজ্ঞান(1), ব্রন(1), হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ও সংরক্ষনের নিয়ম(1), প্রাকৃতিক(1), ????(1), বন্ধ্যাত্ব(1), জন্মনিয়ন্ত্রণ / গর্ভনিরোধ(1), ব্যাথা(1), কোমড় / মেরুদন্ড(1), হোমিওপ্যাথি সর্ম্পকে ভ্রান্ত ধারনা, কুসংস্কার ও কিছু প্রশ্নোত্তর(1), বইয়ের তালিকা(1), প্যারালাইসিস বা পক্ষাঘাত(1), paralysis(1), হার্ট টনিক(1), বেবী টনিক(1), অস্টিওপোরোসিস(1), পড়ালেখা/পাঠে মনোযোগ(1),